রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান , জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সভাপতি ফকির আব্দুল জব্বার দূর্নীতির বিরুদ্বে কঠোর অবস্থানে। ১১জুলাই বুধবার একান্ত্র এক সাক্ষাৎকারে তিনি রাজবাড়ীবাসীর উদ্দেশ্যে বলেন।
আমার প্রিয় রাজবাড়ী জেলাবাসী-
আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব, বাংলাদেশের জেলা পরিষদ নির্বাচন ঘোষণার পর আমি আল্লাহ্ তালার কাছে প্রার্থনা করেছিলাম আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে জেলার সার্বিক উন্নয়নের সাথে সাথে এ জেলার সর্বসাধারনের নিয়ে নিন্ম লিখিত কাজগুলি সম্পাদন করার জন্য চেষ্টা করবো।
*** প্যারাডাইস আর পানামা পেপারস কেলেঙ্কারিতে যখন সমালোচিত বিশ্ব রাজনীতি, তখন পিপলস অ্যান্ড পলিটিকসের গবেষণায় সৎ সরকার প্রধান হিসেবে, ১৭৩টি দেশের মধ্যে শেখ হাসিনা জায়গা করে নিয়েছেন তৃতীয় নাম্বারে। সংসদে প্রধানমন্ত্রী বলেন, জীবনের সুখ-বিলাস ছেড়ে জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি।
১. মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী ঘুষ দূর্নীতি বর্জন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।
২. ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, আসুন আমরা সবাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
৩. দূর্নীতি করব না, দূর্নীতি করার সুযোগ দেবনা। ঘুষ দূর্নীতি থামান, প্রজন্ম বাঁচান।
৪. সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করুন, সুন্দর সমাজ গড়ে তুলুন।
৫. মাদক থেকে যুব সমাজ বাঁচান এবং বাল্যবিবাহ রোধ করুন।
৬. সকল রাজনৈতিক দলের ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদসহ, সম্মানীত সংসদ সদস্যের নিকট আমার বিনীত আবেদন এবং অনুরোধ আসুন আমরা সবাই মিলে অন্যায়, ঘুষ দূর্নীতি পরিহার করি এবং স্বচ্ছ থেকে দেশের মানুষ ও সকল উন্নয়নের জন্য কাজ করি।
৭. সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এ সরকার বেতন দ্বিগুন বৃদ্ধি করেছেন বিধায় তাদের ঘুষ দূর্নীতি বন্ধ করতে হবে ও সকল দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে।
৮. ভূমি অফিস, ভূমি রেজিস্টার অফিস, পাসর্পোট অফিস, পুলিশ, জেলা বিচার বিভাগীয় অফিসসহ অন্যান্য সরকারি অফিস আদালতে ঘুষ দূর্নীতি বন্ধ করতে হবে।
৯. আসুন আমরা সবাই মিলে ঘুষ ও দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই।
১০. শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে। সেই সাথে সবাইকে সঠিকভাবে কর প্রদান করতে হবে।
উল্লেখ্য যে ঘুষ দূর্নীতি বন্ধ হলে পদ্মা সেতুর মত এদেশে বড় বড় ব্রিজ, রাস্তা, হাসপাতাল, স্কুল, কলেজ ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যেত। আপনাদের সু-পরামর্শ অতীব প্রয়োজন।
দূর্নীতির দূরে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ মধ্যম আয়ের দেশ গঠন
এবং ২০৪১ সালের উন্নয়ন দেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।
সবিনয়ে নিবেদক
ফকীর আব্দুল জব্বার