স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী শহরের পৌরসভার ৩নং ওয়ার্ডের পুলিশ ফাড়িঁর এলাকায় ড্রেনের দাবিতে রাস্তার পূর্ণনির্মান কাজ বন্ধ করে দিয়েছে এরাকাবাসী।
রাজবাড়ীর পৌরসভার মধ্যে অধিক আংশ রাস্তার পূর্ণনির্মান কাজ শেষ হয়েছে। কয়েকটি কাজ বাকি আছে তার মধ্যে পৌর এলাকার ৩নং ওয়ার্ড সদর ফড়িঁর সামনে থেকে সাংবাদিক সানাউল্লাহ বাড়ির সামনে দিয়ে এতিম খানা পর্যন্ত রাস্তার সংস্কার ও মেরামতের কাজ ২৫ জুলাই বৃহস্পতিবার ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন শুরু করেন।
কাজ শুরু হওয়ার কিছু সময় পরেই এলাকার কয়েকজন মহিলা ড্রেন হবে কিনা জানতে চান। ঠিকাদের নিয়োগকৃতরা বলেন এখনে কোন ড্রেন হবে না। ড্রেন হবে না এমন কথা শুনেই কাজ বন্ধ করতে ঠিকাদের লোকজনকে বলেন তারা। ঠিকাদাদের লোকজন কাজ বন্ধ না করে কাজ করছিল। আবার ইটের মান নিয়েও রয়েছে অভিযোগ এলাকাবাসীর।
ড্রেন ও ২নং নাম্বার ইট দিয়ে কাজ করার প্রতিবাদে এলাকার মহিলারা একজোট হয়ে রাস্তার মেরামতের জন্য রাখা ইট দিয়ে রাস্তার মাঝে বেড়িকেট তৈরি করে সাধারণ যানবাহন চলাচল করা বন্ধ করে দেয়। এলাকাবাসীর দাবি আগে ড্রেন তার পরে রাস্তা করতে হবে। ড্রেন না করলে রাস্তা করতে দেওয়া হবে না বলে বিভিন্ন স্রোলগান দেন মিহলারা।
স্থানীয় বাসিন্দা কুট্টিই একাধীক মহিলা বলেন, আমাদের বিনোদপুর ৩নং ওয়ার্ডে কোন ড্রেন নেই। ড্রেন না থাকার কারনে একটু বৃষ্টি হলেই বাড়িতে পানি জমে যায়। রাস্তা দিয়েও হাটতে পারি না। পৌর মেয়র যেই হয় সেই ভুলে যায় যে বিনোদপুর নামে একটি গ্রাম আছে। আমরা বিনোদপুরের মানুষ পৌর নাগরিক সেবা থেকে বঞ্চিত। ভোটের সময় শুধু এসে বলে যে ড্রেন করে দিব। কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর তাদের চেহারা দেখা যা না। সে কারনেই আমরা এলাকার মহিলারা এক জোট হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছি। যতদিন ড্রেনের কাজ শুরু না হবে তত দিন কাজ বন্ধ থাকবে।
এদিকে রাস্তা আটকে দেওয়ার কারনে যানবাহন ও পথচারীরাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। জনসাধারনের এমন দুর্ভোগের খবর পেয়েও এলাকার কাউন্সিলর বা পৌর সভার কোন প্রতিনিধি ঘটনাস্থলে আসেনি।
এবিষে ৩নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ সাইফুউদ্দিন আহাম্মেদ সুজন জানান, এই রাস্তার কাজের সাথে ড্রেন এস্টেমেট ধরা নেই। তাই ঠিকাদার এখানে রাস্তার সথে ড্রেন করতে পারবে না। অন্যান্য এলাকায় রাস্তার পাশ দিয়ে ড্রেন আছে। কিন্তু আমার ৩নং ওয়ার্ডে কোন ড্রেন নেই। আমরা যারা নির্বচন করি ভোট চাওয়ার সময় ড্রেন করে দেওয়ার কথা বলেই ভোট নেই। কিন্তু নির্বাচন শেষে ভুলে যায় বিনোদপুর ৩নং ওয়ার্ড নামে কোন ওয়ার্ড আছে। এলাকার মানুষ খুবই অবহেলিত। বিনোদপুরে আমার ওয়ার্ডের মানুষ ড্রেন না থাকায় চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছে। তাই ড্রেন এর বিশেষ প্রয়োজন। প্রতি বর্ষা মৌসুমে এলাকার বেস কেয়কটি বাড়ির মানুষ পানি বন্দি হয়ে পরে। তিনি আরো বলেন, মেয়র সাহেব ঢাকায় আছেন তিনি রাজবাড়ীতে আসলে মেয়রকে নিয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানে চেষ্টা করা করবো।