আব্দুল মতিন মোল্লা, রাজবাড়ী টুডে: ডেঙ্গগু রোগে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা শান্তু (১৩) নামে এক শিশুর মায়ের হাতে প্রবাসী আশরাফুলের দেওয়া আর্থিক সহযোগিতা তুলে দেয় মানবিক রাজবাড়ী।
ডেঙ্গগু রোগে আক্রান্ত শিশু শান্তর জন্য এই আর্থিক সহযোগিতা করেন ফ্রান্স প্রাবাসী রাজবাড়ীর কৃতি সন্তান আশরাফুল ইসলাম।
২৯ আগস্ট বৃহস্পতিবার রাজবাড়ী প্রেস কøাব ভবনের নিচে অবস্থিত নিউজ রুমে হাসপাতালে চিকিৎসাধীন থাকা শিশুর মা মর্জিনা বেগমের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। এসময় সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, রাজবাড়ী টেলিভিশন সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু ও মানবিক রাজবাড়ীর চেয়ারম্যান সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
ছেলের চিকিৎসার জন্য মর্জিনা বেগেম মানবিক রাজবাড়ীর চেয়ারম্যান বরাবর সাহায্যের জন্য একটি লিখিত আবেদন করেন। আবেদন পত্রে রাজবাড়ী পৌর সভার উদ্যোক্তা নাসিমা খানম সুপারিশ করেন। তাছাড়াও নাসিমা খানম ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের কাছে মর্জিনা বেগমের ছেলের জন্য তিনি সহযোগিতা চেয়েও আবাদেন করেন। তার আবেদনের প্রেক্ষিতে আশারাফুল ইসলাম মানবিক রাজবাড়ীর মাধ্যমে সহযোগিতার করেন।
এবিষয়ে সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম বলেন, আশরাফুল ইসলাম একজন দানশীল ব্যাক্তি তিনি মাঝে মধ্যেই অসহায় মানুষকে সহযোগিতা করেন। তার দেওয়া আর্থিক সহযোগিতায় গত এক সাপ্তাহ আগে ২৪ জুলাই বুধবার একজন অসহায় দরিদ্র এক ছাত্রীকে রাজবাড়ী সরকারী আর্দশ মহিলা কলেজে ভর্তি করা হয়। রাজবাড়ী আবুল হোসেন বিশ্ব বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র নাঈমকেও বই কিনে দেওয়া হয়।
রবিউল আরো বলেন, মানিক রাজবাড়ী নামে একটি সামাজিক সংগঠন খুব শীঘ্রই আতœপ্রকাশ করবে। মানবিক কাজ গুলো সঠিক ভাবে পরিচালনা করতে হলে একটি সংগঠনের বিশেষ প্রয়োজন হয়। অনেক দিন ধরেই মানবিক রাজবাড়ী কাজ করে আসছে। তাই এই সংগঠনকে আরো গতি শিল করতে এবং অসহায় মানুষকে বেসি সেবা দেওয়ার লক্ষে (মানবিক রাজবাড়ীর জন্ম)।