খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: ২৮ অক্টোবর সোমবার দুপুরে পৌরসভাধীন বিনোদপুর ও কলেজ বিনোদপুর পাড়া এলাকায় পৃথক ২টি অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবা ও ৭০ বোতল ফেনসিডিল সহ ২জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গ্রেফরকৃতরা হলো, সদর উপজেলা শহরের বিনোদপুর কলেজ পাড়া গ্রামের মোঃ লিটন সিকদার (৪২) ও বিনোদপুর এলাকার মোঃ সুবাহান বিশ্বাস (৩৬)।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ ওমর শরীফ জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে জেলা মাদক নিমূলে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। তারিই ধারাবাহিকতায় আজ ২৮ অক্টোবর বিনোদপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ সুবাহান বিশ্বাস কে বিক্রয়ের উদ্দেশ্যে সাথে বহনকৃত তার হাতে থাকা ব্যাগের মধ্য হতে ৭০ বোতল ফেনসডিল সহ বিনোদপুর থেকে আটক করা হয়।অপরদিকে, আরেকটি অভিযান পরিচালনাকালে ৩০০ পিস ইয়াবা জাতীয় ট্যাবলেটসহ মোঃ লিটন সিকদার কে রাজবাড়ী সদর থানার বিনোদপুর কলেজ রোড থেকে আটক করা হয়।