স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বিপ্লব দেবনাথ (৪৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
০৮জুন মঙ্গলবার দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনে রাজবাড়ী-ফরিদপুর রেললাইনে শহরের লোকোসেড এলাকায় দুপুর ১টা ৫ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম বিপ্লব কুমার দেবনাথ (৪৯)। তাঁর বাবার নাম দুলাল চন্দ্র দেবনাথ। বিপ্লব শহরের বিনোদপুর গ্রামের ভাজনচালা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রাজলক্ষ্মী জুয়েলার্সের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি এক ছেলে এক মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস ফরিদপুরের ভাঙা রেলস্টেশনের দিকে যাচ্ছিলো। এসময় রাজবাড়ী লোকোসেড এলাকার আউটার সিগন্যালের পাশে ট্রেনটি পৌছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে শরীর থেকে তাঁর মস্তক বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
রাজলক্ষ্মী জুয়েলার্সের সত্ত্বাধিকারী জয়দেব কর্মকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, অসাবধানতাবশত পা পিছলে পড়ে থাকতে পারেন। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা প্রাথমিক ভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।