স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ মরহুম গোলাম ফাত্তাহ সম্রাট স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের উদ্বোধন করা হয়েছে।
৬ই মার্চ সকাল ১১টায় রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা কাজী ইরাদত আলী।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল আলম রাজু’র সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আছিফ তানজিল রোমিও’র সঞ্চালনায় উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থা ও রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফায়েক কচি এবং রাজবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও বিশিষ্ট ক্রীড়ামোদী আবু মোঃ হাসান প্রমুখ।
উল্লেখ্য, টি-২০ ফরমেটের এই ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে।