স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ একবিংশ শতাব্দীর নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক বাধা পেরিয়ে নারীরা সমাজে মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত হতে সর্বদা সচেষ্ট। তবে এ জন্য নারীদের স্বাবলম্বী হতে হবে, হতে হবে আত্মনির্ভরশীল। আর স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। বর্তমান বাংলাদেশের অগ্রযাত্রায় নারীদের অবদান অনস্বীকার্য। দেশের অনেক নারী আজ তাঁদের শিক্ষা, প্রশিক্ষণ ও সৃষ্টিশীল কর্মের সর্বোত্তম প্রয়োগের মাধ্যমে নিজেদের সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন।
এরই ধারাবাহিকতায় নারী উদ্দ্যোক্তাদের অংশগ্রহন নিশ্চিত করার লক্ষে নারী ও শিশুদের হরেক রকমের পোশাকের সমারহ নিয়ে রাজবাড়ীতে টপওয়ান কালেকশন -এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২৭ মার্চ সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে ফিতা ও কেক কেটে টপওয়ান কালেকশনের শুভ উদ্বোধন করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সহধর্মিনী, জেলা পুনাকের সভানেত্রী ও খুলনার আদুরিস কালেকশনের মালিক সফল উদ্যোগক্তা তামান্নুর মোস্তারী।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুনাক নেত্রী নুসরাত জাহান, জেলা বারের সভাপতি, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক, নারী নেত্রী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
টপ ওয়ান কালেকশনের শোরুম জেলা শহরের পুলিশ লাইস সংলগ্ন দক্ষিণ ভবানীপুরের রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এড. খান মোঃ জহুরুল হকের বাস ভবন (সুইট হোম)র নীচ তলায় এবং উদ্দ্যোক্তা কামরুন্নাহার কামনা।
এখানে ওয়ান পিচ, থ্রি পিচ, লেহেঙ্গা, কূর্তিসহ সিল্ক, কাতান, জামদানি শাড়ি ও সকল ধরনের কসমেটিক্স পাওয়া যাবে।