স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নে পটকা বানাতে গিয়ে রিয়াজ মোল্লা (১৫) নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে।এতে তার হাত-পা ঝলসে গেছে বলে জানা গেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটেছে, তাকে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
রিয়াজ বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের লিটন মোল্লার ছেলে ও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান,দুপুরে লিটন মোল্লার বাড়িতে বিকট একটি শব্দ হয়। সে সময় ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রিয়াজের হাত ঝলসানো ও পা দিয়ে রক্ত ঝরছে। সে জানিয়েছে, ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) খলিলুর রহমান জানিয়েছেন, তিনি শুনেছেন ম্যাচের কাঠি দিয়ে ইউটিউব দেখে পটকা বানানোর চেষ্টা করছিল।এমন সময় এ ঘটনা ঘটে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, বিস্ফোরণে রিয়াজের হাত ও পায়ে ক্ষত হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।