স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট বুধবার সন্ধ্যায় মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আমিন উদ্দিন আহমেদ টুকু মিজি।
নেতাকর্মীদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে টুকু মিজি বলেন শুধু দল করলেই হবে না দলের জন্য ত্যাগ শিকার করতে হবে। দলের দুঃসময়ে দলকে আগলে রাখাই হলো একজন নেতা বা কর্মীর কাজ। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা করেছিল। জাতির পিতা কে হত্যা করার ৩দিন পরেই ১৮ আগস্ট সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী হেদায়েত হোসেন কে হত্যা করা হয়। এই আগস্ট মাসেই জননেত্রী শেখ হাসিনাকেও হত্যা করার চেষ্টা করেছিল বিরোধীরা।
এসময় মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজু, এসাক মন্ডল, কুদ্দুস মৃধা সহ ছাত্র লীগের নেতাকর্মী প্রমুখ।