স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: মরণঘাতী করোনা ভাইরাসের কারনে চলছে লক ডাউন। এই ভাইরাস এর আক্রমনের আতংকে দিনযাপন করছে মানুষ। এমন পরিস্থিতিতে রাজবাড়ী রেল স্টেশনে আটকা পরেছে বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুর মানুষ গুলো। এদের খবর রাখছে না প্রশাসন।
সবচে বেসি কষ্টের মধ্যে দিন পার করছে গরীব অসহায় খেটে খাওয়া মানুষ গুলো। নেই থাকার কোন ব্যবস্থা। রেল স্টেশনে থাকতে গেলেও পুলিশ পিটিয়ে উঠিয়ে দিচ্ছে। এমন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে মানবিক রাজবাড়ী নামে একটি সামাজিক সংগঠন। লক ডাউনের ২য় দিন থেকে ই খাবার দেওয়া শুরু করে সংগঠনটি।
তারাই ধারাবাহিকতায় আজ ও ০১- এপ্রিল বুধবার দুপুরের খাবার বিতরণ করেন মানবিক রাজবাড়ী।
এই রেল স্টেশনে থাকা মানুষের খাবার দেওয়া হয়। আজকে দুপুরের খাবারের ব্যবস্থা করে মানবিক রাজবাড়ীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাফি ও তার বন্ধুরা।
এসময় মানবিক রাজবাড়ীর চেয়ারম্যান সাংবাদিক খন্দকার রবিউল ইসলাস, র্ধমীয় সম্পাদদক রাজু আহাম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ্দাম সাকিব রাফি, সদস্য মোঃ স্বাধীন, মোঃ আসিফ সহ সংগঠনের অন্যন্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মানবিক রাজবাড়ীর পাশাপাশি অনেকই এগিয়ে আসছেন এখানে খাবার দিতে। জেলা কমিউনিস্ট পার্টি সাবেক সভাপতি আবুল কালাম চেষ্টাতেও মানুষ নিয়মিত খাবার পাচ্ছে। যারাই খাবার বিতরণ করে সবাই মিলেই এই স্থানে খাবার বিতরণ করা হয়। ৩ বেলা খাবার একজন এক বেলার খাবারের দায়ীত্ব নিচ্ছে। প্রায় শতাধিক মানুষ খাবার পেলেও নেই তাদেরে থাকার কোন ব্যবস্থা, নেই স্বাস্থ্য সমত কোন শোচাগার।