স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৭তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮জানুয়ারী বুধবার বিকাল ৫টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম পিন্টু,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।