স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের ঈদগাহ এলাকায় মাটির ট্রেকারে চাপায় রোকেয়া(৫০) নামে এক নারীর মৃত্য হয়েছে।
০৯ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।এসময় নিহতের ছেলে রফিক (২৬) আহত হয়েছে।
নিহত রোকেয়া বেগম (৫৫) বানীবহ গ্রামের আইয়ুব আলীর স্ত্রী ও রহিমপুর গ্রামের
শহীদ মাষ্টারের বোন। যানা গেছে মাকে নিয়ে মোটরসাইকেলযোগে নানা বাড়িতে যাচ্ছিলেন রফিক।
জানা যায় আলীপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে পৌছালে সেখানে একটি দ্রুতগতির মাটিবাহী ট্রাক ধাক্কা দিলে মটরসাইকেলের ২ জন আরোহী মাওছেলে ছিটকে পড়ে যায়।
রোকেয়া বেগম ঘটনাস্থলেই মারা যানএবং ছেলে আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, রোকেয়া বেগম নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।ছেলেটির আঘাত বেশি গুরুত্বর নয় বর্তমানে তিনি সুস্থ আছে।
এঘটনায় একটি মামলা হয়েছে। ।লাশের সুরুত হাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্ত জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।