স্টাফ রিপোর্টার রাজবাড়ী টুডে : স্তন ক্যান্সার আক্রান্ত কনেস্টবল জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাহমুদা বেগম রিতার চিকিৎসার জন্য ২লক্ষ ৪হাজার ৬০টা দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। ক্যান্সার আক্রান্ত মাহমুদা বেগম রিতার স্বামী মোঃ জাহাঙ্গীর হোসেন বালিয়াকান্দি থানায় কনেস্টবল পদে কর্মরত রয়েছেন।
রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, পুলিশের সদস্য কনেস্টবল জাহাঙ্গী হোসেন এর স্ত্রী দীর্ঘ দিন স্তন ক্যান্সার এ ভুগছেন। কিন্তু আমাদের পুলিশ সদস্য জাহাঙ্গীর আমার কাছে এ বিষয়টি বলেনি। পরে এর মধ্যে একদিন জাহাঙ্গীর এর স্ত্রী মাহমুদা আমার কাছে আসে জানাই তার অসুস্থতার কথা। এর পরে আমি আমার সকল পুলিশ সদস্যের কাছে বিষয়টি তুলে ধরে সাহায্য দেওয়ার কথা বলি। পরে সকলেই যার যার সামর্থ অনুযায়ী আর্থিক সহযোগিতা করে। আজ ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে সকলের দেওয়া সহযোগিতার ২লক্ষ ৪হাজার ৬০টাকা জাহাঙ্গীর ও তার স্ত্রী র হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাংশা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম , ডিআই ওয়ান মির্জা আবুল কালাম আজাদ।
এসপি অফিস সূত্রে জানা যায় রাজবাড়ীতে কর্মরত সকল পুলিশ সদস্যের দেওয়া সহযোগিতায় উঠে আসে দেড় লক্ষ ৪হাজার ৬০টা। এ উত্তোলনকৃত টাকা পুলিশ সুপারের কাছে দেওয়া হয়। পরে তিনি ব্যাক্তিগত ভাবে আরো ৫০হাজার টাকা যোগ করে ২লক্ষ ৪হাজার ৬০টা কাজাহাঙ্গীর ও তার স্ত্রী র হাতে তুলে দেন এবং প্রয়োজনে আরো সহযোগিতা দেওয়া কথা বলেন তিনি।
বালিয়াকান্দি থানায় কর্মরত কনেস্টবল মোঃ জাহাঙ্গীর হোসেন জানান তার স্ত্রী দীর্ঘ গত ১বছর যাবত স্তন ক্যান্সার এ আক্রান্ত হয়ে ভারতের কলকাতা ঠাকুরপুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন। তিনি আরো বলেন তার স্ত্রী র অসুস্থতার কারনে আর্থিক ভাবে খুবই কষ্ট এ আছেন। পুলিশ সুপার তার স্ত্রী র জন্য চিকিৎসার অর্থ সহায়তা দিয়েছেন। যার কারনে তিনি পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি সহ তার সকল সহ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাহাঙ্গীর হোসেন ও মাহমুদা বেগমের দুটি পত্র সন্তান রয়েছে। বড় ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় একাউন্টিং পড়ছে। তার আরেক ছেলে রাজবাড়ী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মৃত আলতাফ শেখের ছেলে।