স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: গত ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এ আগুনে প্রায় ৫০ লাধিক টাকার ক্ষয়ক্ষতি ও দোকানের মালামাল লুট এবং ফায়ার সার্ভিস দলে আসতে দেড়ি করেছে বলে দাবী বাজারের ব্যবসায়ীদের।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জানাতে কোলার হাট বাজারে ছুটে যান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী।তিনি ক্ষতিগ্রস্থ দোকান গুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং ব্যাক্তিগত ভাবে ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাস দেন।
পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসকাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, জেলা আওয়ামী লীগ নেতা অরুপ দত্ত হলি, কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ফরহাদ হোসেন বিশ্বাস, মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিবর রহমান, ইউপি আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান অসরুসহ বাজারের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে বাজারের গ্যাস সিলিন্ডার ও সাইকেল পার্টসের দোকানি সেকেন্দার আলী দোকানে আগুন লেগে মূহুর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় তাৎণিক রাজবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা প্রায় ৪০ মিনিট পড়ে ঘটনাস্থলে আসে, তবে পানি বিহিন। ততণে বাজারের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাধিক টাকার য়তি হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ শওকত আলী জোয়াদ্দার ঘটনাস্থলে দেরিতে যাবার অভিযোগ অস্বীকার করে জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অগ্নিকান্ডের সংবাদ শোনার পর তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ঘটনাস্থলে যেতে যতটুকু সময় লেগেছে।
ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো- সেকেন্দার আলীর গ্যাস সিলিন্ডার ও সাইকেল পার্টসের দোকান, ডাঃ মোসলেমের ওষুধের দোকান, কুমারেশ ও পার্থর ওষুধের দোকান, শাকিলের ফল ও কসমেটিকসের দোকান, ভবেষের জুতার দোকান, মাসুদের কম্পিউটারের দোকান, মনিরের সার ও কীটনাশকের দোকান, আয়নাল মেম্বরের ফার্নিচারের দোকান এবং গোপাল শীলের সেলুনের দোকান।
উল্লেখ্য, গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেকেন্দার আলীর গ্যাস সিলিন্ডার ও সাইকেল পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানাগেছে।