স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজবাড়ী জেলা যুবলীরেগর নব-নির্বাচিত সভাপতি মোঃ শওকড়ত হাসান।
গত ১০ মার্চ নব-নির্বাচিত মোঃ শওকত হাসান তার ফেসবুক আইডিতে কেন্দ্রীয় নেতাদের ছবি সহ একটি পোস্ট দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।তার পোস্টের হুবুহু লেখাটি তুলে ধরা হলো।
শওকত হাসান লিখেছেনঃ-কৃতজ্ঞতা হাজার হাজার।মানবিক যুবলীগের স্বপ্নদ্রষ্টা বাঙালির চেতনার প্রতিচ্ছবি। অকুতোভয় সাহসী সৈনিক ১৫ আগষ্টের কালোরাতে ঘাতকের বুলেটে নিহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির যোগ্য উত্তরসূরী সারা বাংলার যুব সমাজের অহংকার বিশিষ্ট সাংবাদিক, লেখক অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ মহোদয় কে – আরও কৃতজ্ঞতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যুবদের আইডল যুবনেতা আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল মহোদয় কে।বিপ্লবী সালাম বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা বাবু সুব্রত পাল ও ডাইনামিক যুবনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আবু মনির মোঃ শহিদুল হক রাসেল মহোদয় কে।রাজবাড়ী বাসির দীর্ঘদিনের লালিত বাসনা জেলা আওয়ামী যুবলীগ কে বাস্তবে নতুন রুপে রুপায়নের জন্য।আমার জন্য দোয়া করবেন। যেন মুজিব আর্দশের মডেল যুব সংগঠন করতে পারি।এগিয়ে যাবে যুবলীগ তৈরি হবে দেশপ্রেমিক।মানবিক নেত্রীর হাতে দেশ পথ হারাবেনা বাংলাদেশ।।জয়বাংলা জয় বঙ্গবন্ধু।