রাজবাড়ী টুডে: রাজবাড়ীর কালখালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি‘র ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় কালুখালী উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে কালখালি উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন এ্যাডঃ আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করেন। আগামী দিনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দলকে সুসংগঠিত করতে সকলে মিলে মিশে কাজ করতে হবে।
তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার জন্যই সকলকে কাজ করতে হবে। আগামী দিনে সরকার গঠনের জন্য বিএনপির তৃণমূল পর্যায় সহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহাদত হোসেন সাইফুল, মাজবাড়ী ইউপি বিএনপির সভাপতি সাইদুর রহমান শাহীন, জিয়াউর রহমান জিরু, ছাত্রদল নেতা জাবিউল্লাহ খান জাবের ও শরিফুল ইসলাম সবুজ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।