স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, গণপরিষদ সদস্য, তৎকালীন গোয়ালন্দ মহকুমার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
মরহুম কাজী হেদায়েত হোসেন এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।
আজ ১৮ আগস্ট মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয় থেকে একিটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মরহুমের বাসভবন কবর জিয়ারত করে একই স্থানে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ের উনমুক্ত মঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মরহুম কাজী হেদায়েত হোসেনের মেজ পুত্র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: গণেশ নারায়ণ চৌধুরী ও হেদায়েত আলী সোহ্রাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, উপ-দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ ভুঁইয়া, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু বককার খান, যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলী,কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মেহেদী হাচিনা পারভীন, প্রমুখ ।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ শফিকুল হোসেন।
বক্তাগণ মরহুম কাজী হেদায়েত হোসেনের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন। সবশেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রাজবাড়ীর ২৮ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান।
উল্লেখ্য ১৯৭৫ সালের ১৮ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাত্র ৩ দিনের মাথায় প্রতিক্রিয়াশীল চক্র রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই সহযোগীকে গুলি করে হত্যা করে।