খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরেছে সকল শ্রেণী পেশার মানুষ।আর এই করোনায় সবচে বেসি বিপদে পরেছে মধ্যবৃত্ত পরিবার গুলো।কারো কাছে চাইতেও পারছে না তারা। অসহায় হয়ে অনাহারে কাটছে দিন। এমন কষ্টে তাকা দরিদ্র পরিবার গুলোর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছে তরুন নেতা সমাজ সেবক মিতুল হাকিম।
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর আশিক মাহমুদ মিতুল হাকিমের নিজ অর্থায়নে উপজেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় ইউনিয়নের কাইয়ুম ডাক্তারের মোড়, চরঝিকড়ী উচ্চ বালিকা বিদ্যালয় ও চরআফড়া মন্ডল মোড় এলাকায় অসহায় দুঃস্থ, শ্রমজীবী ও ভ্যানচালকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ এ,এফ,এম শফিউদ্দিন পাতা, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী, কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজনু, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ফটিক, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, হাবাসপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মোঃ রহমত আলী, সহ-সভাপতি মজিবর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিউদ্দিন, হাবাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ জহুরুল হক সবুজ সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় আশিক মাহমুদ মিতুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি সব সময় পাংমা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মানুষের সুখে দুখে পাশে আছেন।আমি তার ছেলে হিসেবেও আমার দায়ীত্ব আপনাদের পাশে থাকা। সেই দায়ীত্ববোধ থেকেই আমার নিজ উদ্যোগে নিম্ম আয়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। দেশের পরিস্থিতি যত দিন স্বাভাবিক না হবে তত দিন আমি এবং আমার পরিবার রাজবাড়ী ২আনসনের মানুষের পাশে থাকবো। আপনারা শুধু নিজেরা সচেতন হয়ে নিজ নিজ ঘরে অবস্থান করুন। যাতে করে এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে।
জানা যায়, মিতুল হাকিমের পিতা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি করোনা ভাইরাসের প্রভাবে অসহায় কর্মহীন হয়ে পড়া ১২ হাজার দরিদ্র পরিবারের মাঝে উপজেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় ধারাবাহিক ভাবে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন।