স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: করোনা কালিন সময়য়ে রাজবাড়ী ২আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুলের জনসেবামূলক কর্মকাণ্ড দেখে মুগ্ধ পাংশার এক তরুন মোঃ শহিদুল ইসলাম সাগর বিশ্বাস।
চলুন দেখে নেই কি লিখেছেন তরুন (সাগর)তার লেখার হুবুহু তুলে ধরা হলো।
আশিক মাহমুদ মিতুল হাকিম: আজ আমরা এমন একটা মানুষকে নিয়ে কথা বলতে যাচ্ছি যে মানুষটির কর্ম সম্পর্কে যত কথাই বলি না কেন তবুও পরিপূর্ণতা পাবে না কথাগুলো।
#মিতুল_এর_কাজ:: এই করোনা নামক মহামারি এর দুঃসময়ে আমাদের শ্রদ্ধেয় নেতা আমাদের তরুণদের অনুপ্রেরণা আশিক মাহমুদ মিতুল হাকিম তিনি ঘরে বসে নেই তিনি রাজবাড়ী জেলার সাধারণ মানুষের জন্য জীবন বাজি রেখে বিভিন্ন রকম উন্নয়ন মূলক কাজ এবং করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করে যাচ্ছে। তিনি রাজবাড়ী জেলার মধ্যে যে পরিবারগুলোতে করোনাভাইরাস সনাক্ত হয়েছে সেসব পরিবারের মধ্যে সাহায্য সহযোগিতা এবং ধৈর্যধারণের পরামর্শ দিয়ে যাচ্ছে।
তিনি একটা দিনও ঘরে বসে থাকেন না তিনি সব সময় রাজবাড়ী জেলার সাধারণ মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াচ্ছে বাড়ি গিয়ে গিয়ে নিজ খরচে নিজ উদ্যোগে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন নিরলসভাবে।রাজবাড়ী জেলার মধ্যে কখনো কেউ বিপদে পড়লে সবার প্রথমে যদি কাউকে পাওয়া যায় সে হলো তরুণদের হৃদয় স্পন্দন মিতুল হাকিম কে পাওয়া যায়। তিনি শুধু তরুণ দেব হৃদয়ের মধ্যে জায়গা করেননি তিনি আরো জায়গা করেছেন সাংবাদিক ভাইদের মধ্যে পিপি ই মাস্ক এবং বিভিন্ন সুরক্ষা সামগ্রী উপহার স্বরূপ দিয়েছেন সাংবাদিক ভাইদেরকে । তার কর্ম সম্পর্কে বলে শেষ করা যাবে না আপনারা অনেকে অবগত আছেন তার কাজ সম্পর্কে।
তিনি রাজবাড়ী জেলার মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে মানুষের মনের মধ্যে।
#কিছু_কাজ_তুলে_ধরা_হলো::
#১ নিজ উদ্যোগে সাহায্য-সহযোগিতা ত্রাণ সামগ্রী বিতরণ।
#২ নিজস্ব খরচে এম্বুলেন্স ও ডাক্তার সেবা চালু করেছে, হট লাইনে ফোন করলেই বাড়ি বাড়ি গিয়ে সেবা সেবা দিচ্ছেন ডাক্তার।
#৩ নিজস্ব উদ্যোগে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে প্রত্যেকটা এলাকায় এলাকায় ফগার মেশিন দিয়ে ঔষধ প্রয়োগ করে রাজবাড়ী ২আসনের মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করা চেষ্টা অব্যহত রেখেছেন।
#৪ তিনি নিজে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত।
#৫ নিজস্ব অর্থায়নে রাজবাড়ী জেলার বেশ কয়েকটি হাসপাতালের মেডিকেল সরঞ্জাম এবং ডাক্তারদের জন্য পিপি ই মাস্ক ইত্যাদি সামগ্রী দিয়েছেন।
#৬ রাজবাড়ী জেলায় কর্মরত অধিকআংশ সাংবাদিকের সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন।
এমন অসখ্য কাজ করেছেন যেগুলো বলে শেষ করা সম্ভব না।
#ইতি_কথা:: তিনি এমন অসংখ্য সামাজিক কাজের মাধ্যমে আমাদের মত মানুষের হৃদয়ে এবং মনের মাঝে জায়গা করতে সক্ষম হয়েছে। রাজবাড়ী ২ আসনের ভবিষ্যৎ এমপি হিসেবে দেখতে চায় সাধারণ জনগন। ভালোবাসার এই মহান মানুষ্টির জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
(#) লেখক মোঃ শহিদুল ইসলাম সাগর (পাংশা মাগুরাডাঙ্গগী)
ধন্যবাদ রবিউল ইসলাম ভাইয়া
আমার মনের কথাগুলো কে
সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য❤️❤️❤️