স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ রাজবাড়ীর আওয়ামী রাজনীতির ধারক বাহক বলতে রাজনৈতিক পরিবার হিসেবে কাজী পরিবার কেই ৭৫পরবর্তী থেকে রাজবাড়ী ১আসনের নৌকার মাঝি হিসেবে ধরা হয়ে থাকে। আজ সেই কাজী পরিবারের কাজী কেরামত আলী এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সহ তাদের পরিবারে বেশ কয়েক জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
তাদের পরিবার বর্গের আশুরোগ মুক্তি কামনা করে
৩১ শে মার্চ বুধবার বাদ মাগরিব আফড়া বাজার জামে মসজিদে চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর এর উদ্যোগে রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী এবং ওনাদের পরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত সকলের রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া ও রাজবাড়ীর বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন।