স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে এক নারীকে গণধর্ষণ মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার(১৬ মার্চ) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এডঃ উমা সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডিত ছয়জন হলেন একই উপজেলার আল আমিন ফকির,মোস্তফা ফকির(পলাতক),আকাশ সরকার, ফজলুর রহমান,সুজন ও মোঃ বাবু বেপারী ওরফে কমান্ডার। এর মধ্যে মামলার ২ নং আসামি মোস্তফা ফকির এখনো পলাতক রয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এডঃ উমা সেন জানান,(ভিকটিম) ২০১৯ সালে জৌকুড়া উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছিলেন। এসএসসি পরীক্ষার ৩/৪মাস পূর্বে মোবাইলের মাধ্যমে ড্রাইআইস ফ্যাক্টারি এলাকর মৃত ইউনুস খাঁর ছেলে সুজনের সাথে পরিচয় হয়,এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এবং মোবাইলে কথাবর্তা হতে থাকে। এক পর্যায়ে সুজন তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। ২৮/০১/২০১৯ তারিখে বিকাল ৩টার দিকে রেল লাইন দিয়ে হেঁটে বাড়ীর দিকে রওয়ানা হচ্ছিলেন সে,এরপর গঙ্গাপ্রসাদপুর ব্রীজের নিকট পেীঁছালে সুজন সহ তার বন্ধুরা মোট ৬ আসামী তাকে একটি পরিত্যক্ত মেসে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ আদালত স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে তাদের ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।