স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: (LBDA Youth club Rajbari) এলবিডিএ রাজবাড়ীর উদ্যোগে ২৮ মে বুধবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃ রহিম বকস, সাবেক সিভিল সার্জন রাজবাড়ী ও বর্তমান উপ পরিচালক হার্ড ফাউন্ডেশন ঢাকা।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাফুজার রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএমএ হান্নান, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মতিন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা ও স্বগত বক্তব্য রাখেন সাদমান সাকিব রাফি, সাধারণ সম্পাদক LBDA Youth Club Rajbari।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও কার্যক্রম পরিচালনা সম্পর্কে বক্তব্য রাখেন জনাব সৈয়দ আহমেদ সাকিব , সভাপতি Lbda youth Club, Rajbari । সাম্প্রতি ‘LBDA Youth Club Rajbari ‘ জাতীয় ভাবে রেজিস্ট্রেশন পেয়েছে।
উক্ত ইফতার মাহফিলে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারি ও এনসিটিএফ কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ LBDA Youth Club Rajbari ‘ কার্যনির্বাহী কমিটির ‘কোষাধ্যক্ষ’ জন্মদিন উদযাপন করা হয়৷
আজকের আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল Local Blood Donar Association, LBDA।