রাজবাড়ী টুডে, স্টাফ রিপোর্টার: এতিমের মাথায় হাত বোলালে মাহান আল্লাহ খুশি হন। আর এতিমরা আমাদেরই সন্তান, ওদের পাশে থেকে আদর-ভালোবাস-স্নেহ দিয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে।
০১ জুন শনিবার বিকেলে রাজবাড়ী ‘মোনাক্কা-আলভী বালিকা এ তিম খানায় কমলমতি শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করার সময় এ কথা বলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গরীব দুঃখী মানুষের বন্ধু কাজী ইরাদত আলী।
এ এতিম খানাটির উদ্বোধনের পর থেকে সার্বিক ভাবে সকল প্রকার সহযোগিতা করে আসছেন জননেতা কাজী ইরাদত আলী।তিনি প্রতি ঈদে এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পোশাসক বিরণ করেন।এবারও তার বেতিক্রম হয়নি। এই জনবান্ধব নেতা কাজী ইরাদত আলী ২৬জন শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন। ঈদের নতুন পোশাক পেয়ে শিশুদের যেন আনন্দের শেষ নেই। এতিম খানার সকল শিশু মামা বলেই ডাকেন এই দানবির নেতা কাজী ইরাদত আলীকে।
এতিম খানার সহকারী সুপার ভাইজার ফরিদা পারভিন জানান, ৬বছর থেকে ১৪ বছর পর্যন্ত মোট ২৬জন অসাহায় শিশু আছে। এদের সকলের সব সময় খোজঁ রাখেন, কাজী ইরাদত আলী।