খন্দকার রবিউল ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে-কেন্দ্র কমিটি গঠন করার লক্ষে পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যুবলীগ-ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের এই নেতা বলেন, উন্নয়ন মানেই আওয়ামী লীগ সরকার , আর প্রতীক হলো নৌকা তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিনি ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন তাই সকল কে মিলে মিশে নৌকা র পক্ষে কাজ করতে হবে। বর্তমান সরকার যে উন্নয়ন করেছ সেই উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার আমার সকলের। আর এই দায়িত্ব সবচাইতে বেসি যুবলীগ ছাত্রলীগের উপড়ে বর্তায়।
তিনি আরো বলেন, তবে দলে কিছু অনুপ্রবেশকারী আছে তাদের বিরুদে শতর্ক অবস্থানে থাকতে হবে। তারা যেন দলের মধ্যে কোন কোন্দল সৃষ্টি করতে না পারে।
আগামী সংসদ নির্বাচন পরিচালনা কমিটিতে কোন অনুপ্রবেশকারী যাতে ঢুকতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। আপনাদের কার্যক্রম ও যোগ্যতার ভিত্তিতেই আগামী দিনে আপনারাই দলের নেতৃত্ব দিবেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, পাংশা উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদ, যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাস, কালুখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি), যুগ্ম-আহ্বায়ক রাকিবুল ইসলাম লাবু, বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আল-মামুন প্রমুখ।
মতবিনিময় সভায় ৩টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।