স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লির হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২১ফেব্রুয়ারি) বিকেলে ইউনাইটেড হাসপাতালে থেকে অ্যাম্বুলেন্সাযোগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী ইরাদত আলীকে হযরত শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দর থেকে কাজী ইরাদত আলীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হয়।
কাজী ইরাদত আলীর ছোট ভাই কাজী ফারুক জানান, বর্তমানে তার শারীরিক অবস্থার কিছু টা উন্নতি হয়েছে। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেওয়া হচ্ছে।
কাজী ফারুক আরও বলেন, কাজী ইরাদত আলীর সিটিস্ক্যান রিপোর্ট নিয়ে তাদের বড় ভাই রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী চিকিৎসকদের সাথে কথা বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার কিছু টা উন্নতি হয়েছে। তবে তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। যে কারণে তাকে ভারতের দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেওয়া হয়েছে।’ দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে তার চিকিৎসা চলবে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর নিজ বাসভবনে ব্রেন স্ট্রোক করেন কাজী ইরাদত আলী। এরপর বাসায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুর ১টার দিকে রাজবাড়ীর ঐত্যহীবাহী শহীদ খুশি রেলওয়ে ময়দান থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এসময় তিনি অচেতন অবস্থায় ছিলেন।