স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে : রাজবাড়ী রেল স্টেশনে থাকা দিনমজুর, ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লুঙ্গি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক রাজবাড়ী’।
ঈদের আগের দিন (২৪ মে) এই লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়া একই দিন সংগঠনটির পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।
লুঙ্গি ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এড.খান মোঃ জহুরুল হক ও তার সহধর্মীনি।
সংগঠনটির সভাপতি সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম বলেন, আমার বন্ধু ‘মালয়েশিয়া প্রবাসী আবু মুসার আর্থিক সহায়তায় আমরা রাজবাড়ী রেল স্টেশনে থাকা দিনমজুর, ছিন্নমূল ও প্রতিবন্ধী ৩০ জন মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের দিন,ঈদের দিন লুঙ্গি বিতরণ করেছি। এছাড়া একই দিন রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে ১০০ জন হতদরিদ্র মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংকটের শুরু থেকে আওয়ামী লীগের একজন দানবির নেতার আর্থিক সহযোগিতায় লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত রাজবাড়ীতে আটকে পড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকসহ দুস্থ-অসহায় , দিনমজুর, ছিন্নমূল পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করে চলেছে সাংবাদিক রবিউল ইসলাম খন্দকার মজনু’র সংগঠন ‘মানবিক রাজবাড়ী’। প্রথম দিকে বিনামূল্যে এই খাবার বিতরণ করা হলেও এখন জনপ্রতি প্রতিকী এক টাকার বিনিময়ে এই খাদ্য বিতরণ করা হচ্ছে। এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে করোনা ভাইরাস সংকটের শুরু থেকে এ পর্যন্ত হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।