স্টাফ রিপোর্টার রাজবাড়ী টুডে: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের পাংশা বাঁশআরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত নিজস্ব গোডাউন থেকে ৩০ কেজি বস্তার ১৩৪ বস্তা সরকারি চাউল এবং এক কেজি ওজনের ১৩৫ প্যাকেট পাট বীজ জব্দ করেছে পাংশা থানা পুলিশ।
রবিবার বিকাল ৩টার দিকে পাংশা উপজেলার যশাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের নিজস্ব গোডাউন থেকে জব্দকৃত এসব চাউল এবং পাটের বীজ পাংশা থানায় রেখেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিকে পাংশা থানা পুলিশ জানতে পারে যশান ইউনিয়নের চেয়ারম্যানের নিজস্ব গোডাউনে বিপুল পরিমান সরকারি চাউল রয়েছে। সেই সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ১৩৪ বস্তা সরকারি চাউল এবং ১৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করা হয়। উক্ত পরিমানের চাউল ও বীজ পাংশা থানায় রাখা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সিদ্দিকুর রহমানের নিজস্ব গোডাউন থেকে ১৩৪ বস্তা সরকারি চাউল এবং ১৩৫ প্যাকেট পাটের বীজ পুলিশ জব্দ করে। এই ঘটনায় মোবাইলকোট করা সম্ভব হয় না বিধায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।