স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি গ্রামে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দুরদি ‘আশ্রয়ন প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হাকিম সাধন।
সার্বিক সহযোগিতায় ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর।
মতবিনিময় সভা শেষে উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।