রাজবাড়ী টুডে:রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মহনশার বটতলা এলাকায় জেলা পরিষদের জমি জবর দখল করার চেষ্টা।
২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১২টার দিকে ৪ একর জমি র উপড়ে জেলা পরিষদের পক্ষ থেকে লাগানো সাইন বোর্ড ভেঙ্গে খাদে ফেলে দিয়েছে স্থানীয় কৃষক সিদ্দিক ও তার স্ত্রী রুমা বেগম।
স্থানীয় রাসেল গাজী জানান , সকাল ১১টায় জেলা পরিষদের লোকজন সান বোর্ড লাগিয়ে যাওয়ার পরে ১২টার দিকে এলাকার কৃষক সিদ্দিকের স্ত্রী রুমা সহ কয়েকজন লোক সাইন বোর্ড ভেঙ্গে খাদে ফেলে দেয়।
জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু জানান, সাইন বোর্ড ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সাইন বোর্ড টি ভেঙ্গে খাদে পরে আছে। পরে জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার কে বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছি। পরে পুলিশকে জানানো হয়ছে।
সার্ভেয়ার মো: ইমরান , অফিসসহকী মোঃ জাকির হোসেন, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মেজবা জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। অভিযোযুক্ত কাউকেই পাওয়া যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে অভিযুক্ত সিদ্দিক ও তার স্ত্রী রুমার সাথে যোগযোগ করা জন্য তার বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।