মোঃ শাখাওয়াত হোসেন, রাজবাড়ী টুডে: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক গণ-পরিষদ সদস্য,তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম কাজী হেদায়েত হোসেনে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলীপুর ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান শওকত আলী।
উক্ত অনুষ্ঠানে সাবিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ছব্দর আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, আওয়ামী যুবলীগ আলীপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ কাশেম মৃধা, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ সুজন শেখ, সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।