স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ আসন্ন ২০২১ সালের ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই করার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. মোস্তফা কবীর, রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শওকত হাসান, আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীন শেখ, শাহ আলম পাঠান মমরেজ খান,মবীর মুক্তিযোদ্ধা সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় আলীপুর ইউপি নির্বাচনে দুজন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে আগ্রহী হয়ে সিভি ও আবেদন জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ আজাহার আলী শেখের ছেলে বর্তমান চেয়ারম্যান ও রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত হাসান, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত সভাপতি মুহাম্মদ বজলুর রশিদ মিয়া (মিলন )
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলের দুর্দিনে নিবেদিত প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য উপজেলা উপজেলা আওয়ামী লীগের দুর্দিনে নিবেদিত প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য উপজেলা, জেলা ও বাংলাদেশের আওয়ামী নিকট অনুরোধ জানান। পরবর্তীতে ০২ জন প্রার্থীর সমস্ত কাগজ পত্র উপজেলা আওয়ামী লীগের নিকট প্রেরনের জন্য রেজুলেশন সহ পাঠানোর জন্য সকলে মতামত প্রকাশ করেন।