স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ১৮ জুন অনুষ্ঠিত হবে কালুখালি উপজেলা পরিষদ নির্বাচন।
মনোনয়পত্র দাখিলের শেষ দিন ছিল ২১ মে মঙ্গলবার। শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে চার জনসহ ১৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জামা দিয়েছেন।
প্রস্তাবকারী, সমর্থকারীসহ নেতা কর্মীদের নিয়ে কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল আলীম’র নিকট মনোনয়পত্র দাখিল করেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন করলেন তারা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম, তিনি প্রস্তাবকারী আহম্মদ আলী ও সমর্থন কারী মোঃ রাকিবুল ইসলাম আকমল, মদাপুর ইউপি চেয়ারম্যান মোঃ কালাম মৃধাসহ নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্বতস্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য, দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক,রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগের সাবেক নেতা আলিউজ্জামান চৌধুরী (টিটু), ও জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আনিসুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিল করে সকল প্রার্থীই অবাদ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। আগামী ১৮ জুন ৫ম ও শেষ ধাপে অনুষ্ঠিত হবে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। ২০১০ সালে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কালুখালী উপজেলা। এবারের নির্বাচনের মধ্যে দিয়ে ২য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। সাধারণ মানুষের মুখে মুখে এখন নির্বাচনী গল্প কে হবেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান।