স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় শহর রক্ষা বেড়িবাঁধকে হুমকির মুখে ফেলে পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বলেন, ‘দুপুরে আমার কাছে খবর আসে গোদারবাজার এলাকায় শহর রক্ষা বেড়িবাঁধকে হুমকির মুখে ফেলে পদ্মা নদীর তীর থেকে ভেকু দিয়ে মাটি কেটে ভাটায় নিচ্ছেন এনজিএল ইটভাটার মালিক গোলাম মোস্তফা। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি শহরক্ষা বেড়িবাঁধ সংলগ্ন জায়গা থেকে ভেকু দিয়ে এমনভাবে গভীর করে মাটি কাটা হচ্ছে যাতে বাঁধ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। এ সময় ভ্রমাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ইটভাটা মালিক গোলাম মোস্তফার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং গর্ত করা স্থান মাটি দিয়ে ভরাট করার নির্দেশনা দেওয়া হয়।’
মাটি খেকোদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘করোনাভাইরাসের দুর্যোগের এই সময়ে সারাদেশের মানুষ দুশ্চিন্তায় সময় পার করছেন। আমরা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। কিন্তু এর মধ্যেও থেমে নেই মাটি খেকোরা। যা মেনে নেওয়া যায়না। করোনা নাকি মাটি খেকো, কোনটা সামলাবো আমরা।