স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর আদর্শ ব্রদার্স এন্ড ব্রিকস (এবিবি) ইট ভাটায় অগ্রিম টাকা দিয়ে কেনা ইট চাওয়া কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ভাটার মালিক সাবেক কমিশনার সহ ইট ক্রেতা মোঃ সানোয়ার সরদার আহত হয়েছেন।
১২ ফেব্রেুয়ারী বুধবার বেলা দুপুরের দিকে শহরের পৌর ৭নং ওয়ার্ডে ইট ভাটা ও ভাটার মালিকের বাসার সামনে দুই দফায় এঘটনা ঘটে। পরে ঘটনার খবর পেয়ে ভাটা থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানী ও পুলিশ সুত্রে জানা যায়, পশ্চিম ভবানীপুর গ্রামের রাসেদ আলী সরদারের ছেলে মোঃ সরোয়ার সরদার ৩বছর আগে অগ্রিম টাকা দিয়ে ৩৫হাজার ইট ক্রয় করে। যার দেবার সময় দেওয়া ছিল ফেব্রুয়ারী মাসে। যা ৩বছর অতিবাহিত হলেও সেই ক্রয়কৃত ইট তাকে না দেওয়া হলে। তিনি বুধবার দুপুর ১টার দিকে আদর্শ ব্রদার্স এন্ড ব্রিকস (এবিবি) ইট ভাটায় তার পাওয়া ইট চাইতে গেলে ইট ভাটার মালিক সাবেক কমিশনার মোঃ আফসার সরদারের সাথে কথা টাকাকাটির এক পর্যায় ইট ভাটা মালিকের ভাতিজার সাথে সংঘর্ষ বেধে যায়। এতে ইট ক্রেতা মোঃ সরোয়ার সরদার গ্ররুত্বর আহত হয়। পরে নিজের জীবন রক্ষার্থে সেখনা থেকে দৌড়ে পালায়। পরে এক পর্যায় ইট ক্রেতার বাড়ির লোকজন খবর পেয়ে লোকজন নিয়ে ইট ভাটার মালিক সাবেক কমিশনারের বাড়িতে ও ইট ভাটায় লাঠি শোটা নিয়ে হামলা চালায়। এঘটানায় ভাটা মালিক সাবেক কমিশনার আফসার আলী সরদার আহত হয়।
আহত সরোয়ার সরদার রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ভাটা মালিক সাবেক কমিশনার আফসার আলী সরদার হাসপাতাল থেকে প্রথমিক চিকিৎসা নিয়েছেন।
পরে পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এসময় দু জনকে আটক করে। আটককৃতরা হলো মানিক সরদার, আসরাফুল সরদার।
এবিষয়ে ইট ক্রেতা মোঃ সরোয়ার সরদার বলেন, ৩বছর আগে আমি আদর্শ ব্রদার্স এন্ড ব্রিকস (এবিবি) ইট ভাটা থেকে অগ্রিম টাকা দিয়ে ৩৫হাজার ইট ক্রয় করি। যা প্রথম বছরেই ফেব্রুয়ারী মাসে দেওয়ার কথা ছিল। কিন্তু ভাটা মালিক আমাকে ইট না দিয়ে ভিন্নি তাল বাহানা করে ঘোরাতে থাকে। সর্ব শেষ আমি বুধবার দুপুরের দিকে ইটর নিতে তার ভাটায় যায়। সে ইট দিতে অশিকার করলে আমার সাথে কথা কাটাকাটি হয়। এসময় তার ভাতিজা এসে আমাকে লাঠি দিয়ে জোড়ে সরে মাথায় আঘাত করে। পরে আরো লোকজন সহ আমাকে এলাপাথারি মারপিট করে। পরে আমি কোনরকমে প্রাণ বাচিয়ে পালিয়ে আসি।
ভাটা মালিক আফসার আলী সরদার বলেন, সরোয়ারের সাথে আমার ব্যাসায়িক লেনদেন আছে। সে আমার কাছ থেকে অগ্রিম ইট কিনেছে। আমি তাকে ইট দেওয়ার জন্য এক মাস সময় চাইলে সে আমার সাথে বাজে ভাষায় কথা বলে এবং জোর করে ইট নিতে চায়। আমি বাধা দিলে সে ও তার লোকজন নিয়ে আমার উপরে হামলা চালায়। এতে আমি আহত হই এবং আমার বাড়িতে ও ভাটায় ভাংচুর চালায়।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মুজমদার জানান,অগ্রিম কেনা ইট চাওয়াকে কেন্দ্র করে ভবানীপুর আদর্শ ব্রদার্স এন্ড ব্রিকস (এবিবি) ইট ভাটায় দুপক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় দুই জনকে আটক করে থানায় আনা হয়। তিনি আরো বলেন, ইটের অগ্রিম টাকা নিয়ে না দেওয়া এমন অভিযোগ ইট ভাটা মালিক আফসার আলী সরদারের বিরুদ্ধে অনেক আছে। তবে এখনো কোন পক্ষ লিখিত ভাবে কোন অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।