স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: দীর্ঘ অপেক্ষা শেষে রাজবাড়ীতে এসে পৌঁছেছে করোনা (ভাইরাস) কোভিড-১৯ এর ভ্যাকসিন। রাজবাড়ীর ৫টি উপজেলার রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, পাংশা, কালুখালী ও গোয়ালন্দের মানুষের জন্য ৩৬ হাজার কোভিড-১৯ ভ্যাকসিন এসেছে। এ সকল ভ্যাকসিন ৭ ফেব্রুয়ারি থেকে প্রদান করা হবে।
গত ২৯শে জানুয়ারী সকালে বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে ভ্যাকসিনগুলো রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়ে আসে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন ৩৬ হাজার ভ্যাকসিন গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতিনিধিগণসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আগামী ৭ ফেব্রুয়ারি এই ভ্যাকসিন দেওয়া হবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, ২৯ জানুয়ারী শনিবার সকাল ৮টায় ৩৬হাজার করোনার ভ্যাকসিন বুঝে পেয়েছি। এই ভ্যাকসিন নিয়ে কোন গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। একটি মহল এই ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।জনসাধারণকে তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, এই প্রথম ধাপে আসা ৩৬হাজার ভ্যাকসিন পাবেন, সরকারী স্বাস্থ্যকর্মী, বেসরকারী স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও ৫৫বছরের বেসি নাগরিকগণ।
যারা কোভিড-১৯ এর টিকা নিতে চাইবেন, তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে। … করোনা সুরক্ষা অ্যাপ: ভ্যাকসিনের জন্য যেভাবে নিজের নাম নিবন্ধন করবেন . যে ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে।
https://www.surokkha.gov.bd/ নামের ওয়েবসাইটে টিকা নিতে আগ্রহীদের নাম নিবন্ধন করতে হবে।সেখানে প্রথমে নিজের পেশার ধরণ, পেশা বাছাই করার পরে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। বাংলা ও ইংরেজি, উভয় ভাষায় এই ওয়েবসাইটে তথ্য পূরণ করা যাবে। ওয়েব অ্যাপলিকেশনে নিবন্ধন করতে হলে তাদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।