স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ী জেলা NCTF এর পক্ষ থেক ২০০ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
১৮ এপ্রিল অফিসার্স ক্লাবে সকাল ১১টায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঞ্চিত শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক আবু কায়সার খান।এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রাণী সাহা, জাহানারা বেগম কলেজ অধক্ষ্য আলমগীর হোসেন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আক্তারুজ্জামান তরু, সাদমান সাকিব রাফি জেলা ভলেন্টিয়ার, NCTF রাজবাড়ী, সাদিয়া জামান – প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক NCTF কেন্দ্রীয় কমিটি, মানবিক রাজবাড়ীর চেয়ারম্যান সাংবাদিক রবিউল ইসলাম খন্দকার।
উক্ত সভার সভাপতিত্ব করেন মুহতাসিমুল হক তাফসিন৷ স্বাগত বক্তব্য রাখেন – সাদমান সাকিব রাফি । বিশেষ অতিথি বৃন্দ বক্তব্য রাখেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক৷ তার পরবর্তী সুবিধা বঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন পোশাক হাতে তুলে দেন৷ এনিসিটিএফ রাজবাড়ী এই ঈদ বস্ত্র ১১বছর ধরে করছে৷ এবার ২০০ শত শিশুর মাঝে বিতরণ করছে৷ চর অঞ্চলের শিশু- দৌলতদিয়া বিশেষ অঞ্চলের শিশু সহ পথশিশু মাঝে৷
আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ রাজবাড়ী কার্যনির্বাহী কমিটি সদস্য সিথী, মোনালিসা, হৃদ, মাইসা, ফাহাদ ও সাধারণ সদস্য বৃন্দ ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন তাহসিন ।