সভায় বক্তব্য রাখেন- দৈনিক ভোরের কাগজের পাংশা প্রতিনিধি মোক্তার হোসেন, দৈনিক ইত্তেফাকের পাংশা প্রতিনিধি এবং এশিয়ান টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি এস,এম রাছেল কবির, দৈনিক, যায়যায় দিনের পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক প্রতিদিনের সংবাদের পাংশা প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক আলোকিত বাংলাদেশের পাংশা প্রতিনিধি এম.এ জিন্নাহ্ । এছাড়া সংবাদকর্মী- মোঃ শামীম হোসেন, মোঃ রতন মাহমুদ, সৈকত শতদল, মোঃ সেলিম মাহমুদ, শাহিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।