স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা হুমকি দেওয়ার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আওয়ামী যুব লীগ। সমাবেশ থেকে হুমকিদাতাতে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ উপলক্ষে সোমবার (২২ মে) রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হয় নেতাকর্মীরা।
জমায়েত শেষে জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে রেলগেট মুক্তি যোদ্ধা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কার খান, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল হাসান পিন্টু, ছাত্রলীগের সভাপতি শাহীন শেখ প্রমুখ
বক্তারা বলেন, রাজশাহী বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তৃতা দিয়েছেন তা ৭৫ সালকে আবার মনে করিয়ে দেয়। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতার
কঠিন বিচার হওয়া প্রয়োজন। তাই বিচার দাবীতে আজ থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।