স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: শিশুদের বিনোদনের জন্য রাজবাড়ীতে মাসব্যাপী বিজয় আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে।শিশুদের বিনোদনের জন্য রাজবাড়ী শহরের শ্রীপুর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে এক মাস ব্যাপী এ আনন্দ মেলার উদ্বোধন করা হয়।
রোববার বিকাল ৫টায় ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মাসব্যাপী আনন্দ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ।
মেলার আয়োজকরা জানিয়েছেন, করোনা পরবর্তী সময়ে শিশুদের মানসিক অবসাদ দূর করার লক্ষ্যে শ্রীপুরে মাসব্যাপী আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। শিশুদের বিনোদনমুলক বিভিন্ন রাইডের পাশাপাশি প্রায় ৬০টি স্টল মেলায় বসেছে। এছাড়া সাকার্স ও থাকবে মেলাটিতে।
উদ্বোধনকালে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, মেলার আয়োজক কাজী ফরিদ, দাদশী ইউনয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।