স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর শহীদওহাবপুর ইউনিয়নের ফেলুর দোকান টু কুটির হাট রুপপুর সড়কের পাশ থেকে কয়েকটি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মহিলা মেম্বার ও তার স্বামীর বিরুদ্ধে।
১৬ মে মঙ্গলবার দুপুরে রুপপুর এলাকায় কয়েকজন শ্রমিক গাছ কাট ছিলেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাটা গাছ জব্দ করেন।
রুপপুর এলাকা থেকে ফেলুর-দোকান কুটির হাট সড়কের পাশ থেকে একটি আকাশি, একটি মিনজিরি, একটি বাবলা, একটি কৃষ্ণচূড়া ও একটি শিশু গাছ কাটা হয়েছে বলে দাবি করেন রাজবাড়ী বন বিভাগ ফরেস্ট গার্ড মোঃ আজিজুল ইসলাম।
অভিযুক্ত সাহেব আলী শেখ রুপপুর গ্রামের হোসেন শেখের ছেলে ও ১/২/৩ নং সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোছাঃ আয়েশা বেগমের স্বামী।
তবে অভিযোগ অস্বীকার করে সাহেব আলী ও তার স্ত্রী আয়েশা মেম্বার বলেন তারা কোন গাছ কাটার সাথে জড়িত না। তাদের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অভিযোগ করছে।
গাছকাটা শ্রমিক দেলোয়ার হোসেন জানান মহিলা মেম্বারের স্বামী সাহেব আলীর নির্দেশেই তিনি সহ ৫জন শ্রমিক মিলে গাছ কেটেছেন।
রাজবাড়ী বন বিভাগের ফরেস্ট গার্ড মোঃ আজিজুল ইসলাম বলেন অবৈধ ভাবে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাটা দুটি গাছ উদ্ধার করেন। যারা গাছ কটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূইয়া বলেন ফেলুর দোকান টু কুটির হাট সড়কের পাশে কিছু মরা গাছ রয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগের কর্মকর্তার সাথে আলোচনা করে মরা গাছ গুলো কাটার জন্য সাহেব আলীকে বলা হয়েছিল। কিন্তু কে বা কারা দুটি তাজা গাছ কেটেছে এমন খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করেছি। যারা অবৈধ ভাবে গাছ কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।