স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ -এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ভিত্তি প্রস্তর স্থাপন করেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। সময় শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ শরীয়াতপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, কারিগরী শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করবেন। সেখানে ৫ তলা একাডেমিক ভবন, ৪ তলা প্রশাসনিক ভবন, ওয়ার্কসপসহ অন্যান্য ভবন নির্মিত হবে।