স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ রাজবাড়ীর বড়পুল সংলগ্ন সজ্জনকান্দায় অবস্থিত বেসরকারি হাসপাতাল লাইফ কেয়ার ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার ( ১ জানুয়ারি) দুপুরে শহরের প্রধান সড়ক এর পাশে অবস্থিত লাইফ কেয়ারে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাইফ কেয়ার ক্লিনিক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন সকল পরিক্ষার উপর ৫০% ছাড় দেওয়ার। এছাড়াও তারা আরো বলেছেন , রোগীদের ভালোমানের চিকিৎসা দিতে আমাদের হাসপাতালের স্টাফ, ডাক্তার, নার্সরা সর্বদা নিয়োজিত থাকেন। এই প্রতিষ্ঠানে প্রতিদিন ১০০ জন রোগীর ৫ জন দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের জন্য ৫০% ছাড় দেওয়া হয়।
ক্লিনিকের পরিচালক আমিন উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ জাহিদুজ্জামান, আব্দুর রব শেখ, আবুল কালাম আজাদ বাবু, ডাইরেক্টার সাইফুল ইসলাম উজ্জল, মেডিকেল অফিসার, ডাক্তার রিগান দাস প্রমুখ।