স্টাফ রিপোর্ট, রাজবাড়ী টুডে: অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও মোঃ জিল্লুল হাকিম বিপুল ভোটের ব্যাবধানে পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।
রাজবাড়ী ১ সংসদীয় আসন ২০৯ এবার নিয়ে কাজী কেরামত আলী ৫ম বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জিল্লুল হাকিম চারবারেরমত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৩৭ টি কেন্দ্র এর ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক রারাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিমন্ত্রী বর্তমান এমপি, কাজী কেরামত আলী, ২লক্ষ ৩৮হাজার ৯১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতিক নিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ৩৩ হাজার ভোট পেয়েছেন।
রাজবাড়ী ২ সংসদীয় আসন (২১০) ১৭৫ টি কেন্দ্র এর ফলাফল অনুযায়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি মোঃ জিল্লুল হাকিম নৌকা প্রতিক নিয়ে ৩লক্ষ ৯৮হাজার ৯৭৪টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির র সাবেক সভাপতি নাসিরুল হক সাবু ধানের শীষ প্রতিক নিয়ে ৫হাজার ৪৭৫টি ভোট পেয়েছেন।
৩১ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা দেন।
এসময় কাজী কেরামত আলীর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা আ:লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
৩০ ডিসেম্বর । সকাল ৮টা থেকে রাজবাড়ী জেলার দুটি আসনের ৩১২ কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। সকাল ৮টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৪টা পযন্ত এই ভোট গ্রহন চলে।
রাজবাড়ী ১
আজকের অনুষ্ঠিত নির্বাচনে রাজবাড়ী (১) রাজবাড়ী ১আসনে নির্বাচনের মাঠে ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতিক) নিয়ে কাজী কেরামত আলী, বিএনপি-ঐফ্যন্টের প্রার্থী ধানের শীষ প্রতিক নিয়ে রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ইসলামী আন্দোলন জোটের প্রার্থী হাত পাখা প্রতীকে মো.জাহাঙ্গীর আলম খান প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
রাজবাড়ী-১ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৭২ জন। যার মধ্যে পুরুসষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৯ ও মহিলা ভোটার ১ লাখ ৭২ হাজার ৩৩৩ জন ভোটার।
রাজবাড়ী ২
রাজবাড়ী ২ আসনে নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতিক) নিয়ে মোঃ জিল্লুল হাকিম, বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতিক) নিয়ে বিএনপির প্রার্থী নাসিরুল হক সাবু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাঙ্গল প্রতিক নিয়ে এবিএম নুরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী ছড়ি প্রতিক নিয়ে মোঃ নাজমুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাখা নিয়ে নুর মহম্মদ ভুইয়া, জাসদের প্রার্থী মশাল প্রতিক নিয়ে সুশান্ত কুমার সরকার সহ মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য: এবারের নির্বাচনে রাজবাড়ী-২ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫৪৪ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯২৯ জন। এর মধ্যে নতুন ভোটার ছিলো ৫৯ হাজার ৫৫০ জন।
রাজবাড়ী জেলার ২টি আসনে ৩১২টি কেন্দ্র, ১ হাজার ৫৪২টি ভোট কক্ষে ভোট গ্রহণ হয়। এসব ভোটকেন্দ্র ও কক্ষের জন্য ৪ হাজার ৯৩৮ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এর মধ্যে ৩১২ জন প্রিজাইডিং অফিসার,১ হাজার ৫৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার,৩ হাজার ৮৪ জন পোলিং অফিসার ছিলেন।