স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ বাংলাদেশ মহিলা পরিষদ,রাজবাড়ি জেলা শাখার ঊদ্যেগে শীতার্ত পাড়া কমিটির ও থানা কমিটির দারিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় মহিলা পরিষেদের নিজ কার্যালযয়ে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাক্তার পূর্নীমা দত্ত, সাবেক সভাপতি লাইলি নাহার, সহ-সভাপতি শাহিনা সুলতানা, সাধারণ সম্পাদক রেখা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা চৈতী, অর্থ সম্পাদক শ্বাশতী চক্রবর্তী, প্রশিক্ষণ সম্পাদক নমিতা দাস, সদস্য এ্যাডঃ নাজমা সুলতানা, শারমিন রেজা লোটাসসহ অন্যান্য সদস্য বৃন্দ।