স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে বেআইনি সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
১১এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, নাগরিক কমিটির সভাপতি জতি শংকর ঝন্টু, রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুল সামাদ মিয়া, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, উদিচি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মহিলা নেত্রী হাসিনা বেগম, শায়লা তাবাসসুম নেওয়াজ প্রমুখ।