আল-আমিন, রাজবাড়ী টুডে: ‘গবাদী পশুর যত্ন নিন-রোগের আগে টিকা দিন’’-এই শ্লোগানে রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর আওতায় বিনামূল্যে গবাদী পশুর টিকা প্রদান ও কৃমি নাশক ঔষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় জেলা সদরের বরাট ইউনিয়নের ভবদিয়া ডাঃ আবুল হোসেন মাঠে ২ শতাধিক গরু ছাগল কে ভ্যাকসিন প্রদান করেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ্ মোঃ আহ্সান।
ক্যাম্পেইনে এ সময় বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম ও প্রাণী সম্পদ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ্ মোঃ আহ্সান জানান,সদর উপজেলা পরিষদের অর্থায়নে এবং সদর উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে ভবদিয়ার প্রায় ১ শতাধিক গরু কে তড়কা ও এফএমডি ভ্যাকসিন ও শতাধিক ছাগলকে পিপিআর ভ্যাকসিন প্রদান করা হয়েছে।তাছারা প্রত্যোকটি গরু ছাগলকে ভিটামিন দেওয়া হয়েছে।