স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০২ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এড. কামরুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সাবেক চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী বাবু বলেন, এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে, ভাত ও ভোটের অধিকার আদায় করার লক্ষ্যে বিএনপি রাজপথে রয়েছে। আগামী দিনে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী এই সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আমাদের দাবি একটাই তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।
সমাবেশে উপস্থাপনা করেন জেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান (শাহিন)।