স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে, গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে আজ বৃহস্পতিবার রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সাবেক মহাদেবপুর কৃষক নান্নু বিশ্বাসের ৫০ শতাংশ জমির ধান কেটে দেয় রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামসহ ২৫/৩০জন নেতাকর্মী।
কৃষক নান্নু মিয়া বলেন, ‘আমার মাত্র ৫০ শতক জমির ধান পেকেছে। ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের মূল্য বেশি। ছাত্রলীগ এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।’
তবে, কেন্দ্রীয় ছাত্রলীগ ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার আহ্বান জানালেও নেতাকর্মীরা ধান কেটে আটি বেঁধে আইলে তুলে দিয়েছেন বলে জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সারাদেশের অসচ্ছল কৃষক বিশেষ করে যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানান। সে আহ্বানে সাড়া দিয়ে আজ আমরা একজন কৃষকের কিছু ধান কেটে দিয়েছি।’ এছাড়াও রাজবাড়ীর ৫উপজেলায় প্রতিদিনই ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ।
তিনি আরও বলেন, ‘যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আমাদের এই কার্যক্রম পুরো বোরো মৌসুমে এটা অব্যাহত রাখব।’