স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ রাজবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবাড়ী ইসকন মন্দিরের প্রবেশ পথ খুলে দেওয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ইসকন মন্দির কমিটি রাজবাড়ী জেলা শাখা।
১১ জুন শনিবার বিকাল ৫টায় রাজবাড়ীর হরিসভা মন্দিরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাট করেন ইসকন মন্দির এর অধ্যক্ষ শান্ত শ্রী নিবাস দাস সুশান্ত বিশ্বাস।লিখিত বক্তব্য তিনি বলেন, আমি ইসকন জেলা শাখার অধ্যক্ষ হিসেবে উক্ত মন্দিরে বিগত ২০১৭ সালে থেকে পরিচালনা করে আসছি।মন্দির ২০/১২/২০২০ সালে( 8964) নম্বর দলিল মূলে জমি বিক্রয় করে মন্দির প্রতিষ্ঠা করি। এবং মন্দিরে প্রতিদিন পূজার্চনা সেবা কার্যাদি পরিচালনা করি। উক্ত মন্দিরে প্রবেশের পথ একটিমাত্র রোড যেখানে কোনও বাড়ি ঘর বা কোন দোকান বা কোন পাকা বা কাঁচা কনস্ট্রাকশন ছিল না বিগত ০২/০৬/২০২২ ইং তারিখে শুধুমাত্র আমাদের মন্দিরের পূজা অর্চনা ও ভক্ত সেবা বন্ধ করিবার উদ্দেশ্যে মন্দিরের চলাচলের রাস্তা বন্ধ করিয়া দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ০২/০৬/২০২২ ইং তারিখে আসামিগণ মন্দির কমিটির সভাপতি সহ প্রায় ৫/৭ জন ভক্ত কে মারপিট করে ও মন্দির ভাঙচুর করিবার মন্দির উচ্ছেদ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে সহ মন্দিরের ভক্তবৃন্দ কমিটি নেত্রীস্থানীয় ব্যক্তিদের মন্দির ভাংচুর ও উচ্ছেদ করার ঘোর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে সহ মন্দিরের নেত্রীস্থানীয় ব্যক্তিদের মারপিট করে মন্দিরের রাস্তা বন্ধ করে দেয়। তিনি আরো বলেন এঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জমি ক্রয় করার সময়ে নকশাতে কোন রাস্তা উল্লেখ করা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসকন নেতারা বলেন তাদের কোন রাস্তা নির্ধারিত ছিল না। কিন্তু তবুও তাদের রাস্তা দিতে হবে প্রয়োজনে জমির বাজার মূল্য দিয়ে কিনে নিতে চেয়েছি। তবুও তারা রাজি হয়নি।
এসময় উপস্থিত ছিলেন, হরিসভা মন্দির কমিটির সভাপতি শংকর সাহা, সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার,শ্যামল পোদ্দার সাহাসহ অনেকই।।