স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডেঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) প্রতীক মোঃ ইউসুফ হোসেন মোল্লার কর্মী সর্মথকদের উপর অর্তকৃত হামলা চালিয়ে মোটর সাইকেল ভাংচুর, দোকান পাটে হামলা করেছে সন্ত্রাসীরা।
১৮ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরকুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নৌকা প্রতীকের প্রার্থী কাজী শরীফুল ইসলাম তার ভাই কাজী সাইফুল ইসলামসহ নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের এ হামলা চালো চালানো হয়েছে বলে বিদ্রোহী প্রার্থী মোঃ ইফসুফ হোসেন মোল্লা অভিযোগ করছেন।
এ হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। আহতরা কালুখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় গুরুত্বর আহত হওয়া কর্মীরা কালুখালি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলো, কয়াদি গ্রামের মোসারফ হোসেন ছেলে মোঃ মুন্নু হোসেন (৩০), মহনপুর গ্রামের অমল সরকারের ছেলে মিন্টু সরকার (৩৫), নামদার মন্ডলের ছেলে শামীম মন্ডল (২৫), মনির হোসেন।
এ ছাড়াও এ ঘটনায় ৮/১০টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। ঘটনার পরপরই কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চেয়ারম্যান প্রার্থী ইউসুফ হোসেন জানান বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমার নেতা কর্মীরা ভোট চাওয়া শেষে চরকুলটিয়া আমার নির্বাচনী অফিসে বসে ছিল এ সময় অর্তকৃত ভাবে নৌকার প্রার্থী কাজী শরীফুল ইসলাম তার ভাই কাজী সাইফুল ইসলামসহ বহিরাগত সন্ত্রাসীরা বিনা উস্কানিতে আমার নেতা কর্মীদের উপর হামলা করেছে, নির্বাচনের সুষ্ট পরিবেশ নষ্ট করেছে, আমরা সুষ্ট নির্বাচনের পবিবেশ চাই।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী প্রার্থী র ছেলে সোহেল মোল্লা জানান- আমরা কোন প্রকার উস্কানি দেয়নি পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। তাদের কাছে অস্ত্র ছিল একাধীকবার তারা বলেছে গুলি কর, যা ভিডিওতে রয়েছে। আমরা ও আমাদের নির্বাচনী কর্মীরা নিরাপত্ত হীনতায় ভ’গছি, প্রশাসনের নিকট আমাদের একটায় দাবী মাজবাড়ী ইউনিয়ন থেকে বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করুন। আমার বাবা স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউসুফ হোসেন মোল্লা জনগনের ভালবাসায় প্রার্থী হয়েছেন। নৌকার প্রার্থীর সাথে লোকজন না থাকায় তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে আমাদের উপর একের পর এক হামলা করছে।
এ ব্যপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান জানান ঘটনা শুনার সাথে সাথেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনগন ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে নৌকার প্রার্থী কাজী শরীফুল ইসলাম বলেন-আমাদের লোকজনদের উপর তারাই হামলা করেছে।
এ ঘটনায় পুরো মাঝবাড়ী ইউনিয়নে টানটান উত্তেজনা বিরাজ করছে।